ক্যাটাগরি

ফেসবুকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে আরএসএফর মামলা

মঙ্গলবার আরএসএফর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, প্যারিসের একটি আদালতে সোমবার করা ওই মামলায় ফেসবুকের বিরুদ্ধে বৃহৎ পরিসরে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দেওয়া, বিশেষ করে সংবাদিকদের বিরুদ্ধে এবং নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম গঠনের প্রতিশ্রুতি দেওয়ার পরও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়।

এ মামলার বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে ফ্রান্সে ফেসবুকের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

আরএসএফ আশা করছে, ফ্রান্সে ফেসবুকের বিরুদ্ধে এই মামলার সম্ভাব্য প্রভাব পুরো বিশ্বজুড়েই পড়বে। এছাড়া, প্রতিষ্ঠানটি অন্যান্য দেশেও একই ধরনের মামলা করার বিষয়ে বিবেচনা করছে।