এ ব্যাপারে ব্যবসায়ীরা একমত হয়েছেন বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মিটফোর্ড হাসপাতাল ও সদরঘাট লঞ্চঘাট থেকে দিনের বেলায় হাজার হাজার
মানুষ যাতায়াত করে। কিন্তু ওই সময় ফুটপাতের ওপর ট্রাক রেখে ফল বেচাকেনা করায় প্রতিদিন যানজটে দুর্ভোগ পোহাতে হয়।
“এখন রাত্রিকালীন বাজার, তাই মানুষের ভোগান্তি কমবে বলে আশা হচ্ছে।”
ওসি মিজানুর বলেন, “এখন থেকে বাদামতলীর ফল ব্যবসায়ীরা রাত ৮টা থেকে সকাল ৬টার মধ্যেই পাইকারি বেচাকেনা শেষ করবেন।দিনের বেলায়ও বেচাকেনা করবেন কিন্তু ফুটপাতে নয়। দিনে দোকান ও গুদাম থেকে ফল বেচাকেনা করবেন।”
এলাকাবাসী জানিয়েছে, এতদিন বাদামতলীর ফল ব্যবসায়ীরা দিনে রাতে ওয়াইজঘাট থেকে বাবুবাজার পর্যন্ত রাস্তার উপর ও ফুটপাতে ফল বেচাকেনা করতেন। প্রায় সারাদিনই রাস্তা ও ফুটপাত ফল ব্যবসায়ীদের দখলে থাকত। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে হতো।