ক্যাটাগরি

রিয়ালে ফিরতে চান বেল

গত সেপ্টেম্বরে রিয়াল থেকে এক বছরের জন্য ধারে টটেনহ্যামে ফেরেন বেল। ২০১৩ সালে এই ইংলিশ ক্লাব থেকেই ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফি সাড়ে আট কোটি পাউন্ডে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি। তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে অধিকাংশ সময় ভুগেছেন চোট সমস্যায়। তার পারফরম্যান্সও ছিল হতাশাজনক; ২০১৯-২০ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেন মাত্র তিন গোল।

ইংল্যান্ডে ফেরার পরও মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছিল তাকে। চোট ও ম্যাচ ফিটনেসের ঘাটতির কারণে দলে সুযোগ মিলছিল কমই। সুযোগ পেলেও খুঁজে পাচ্ছিলেন না ছন্দ। অবশেষে দেখা মিলেছে আশার আলো। গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত খেলার সুযোগ মিলছে, পাচ্ছেন গোলের দেখাও।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে বেল। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্পেনে ফেরার ইচ্ছা প্রকাশ করেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।

“এই মৌসুমে টটেনহ্যামে আসার প্রধান কারণ, আমি ফুটবল খেলতে চেয়েছিলাম। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউরো শুরুর আগে আমি ম্যাচ খেলার মতো ফিট থাকতে চেয়েছিলাম।”

“আসল পরিকল্পনা ছিল টটেনহ্যামে কেবল একটা মৌসুম কাটানো। ইউরোর পরও রিয়ালের সঙ্গে আমার এক বছরের চুক্তি বাকি থাকবে এবং আমার পরিকল্পনা হলো সেখানে ফেরা।”