ক্যাটাগরি

সুবিধাবঞ্চিত ১০০ শিশুর দাঁতের চিকিৎসা করালো ডাবর

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাবর বাংলাদেশ।

এতে বলা হয়, এ বছর ২০ মার্চ ওয়ার্ল্ড ওরাল
হেলথ ডে উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া নিয়েছে ডাবর রেড
টুথপেস্ট।

রাজধানীর মিরপুরে একটি এতিমখানার সব শিশুদের বিনামূল্যে
দাঁতের চিকিৎসা করানোর আয়োজন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদিন ধরে চলা এই আয়োজনে অভিজ্ঞ চিকিৎসক শতাধিক শিশুর দাঁতের সমস্যার
চিকিৎসা দেন।

এছাড়াও আগামীতে
দাঁতের নানা সমস্যা থেকে সুরক্ষিত রাখতে এই শিশুদের হাতে তুলে দেওয়া হয় ‘হালাল ও প্রাকৃতিক’ ডাবর রেড টুথপেস্ট।

মুখের স্বাস্থ্যের যত্ন সুবিধাবঞ্চিত
এসব শিশুদের আগামীতে শারীরিক ও মানসিক ভাবে ‘আত্মবিশ্বাসী’  করে গড়ে তুলবে বলে জানান
ডাবর বাংলাদেশ প্রতিষ্ঠানের 
কর্মকর্তারা।

‘বি প্রাউড অফ ইওর মাউথ‘
ছিল এ বছর ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’র প্রতিপাদ্য।