বঙ্গবন্ধু শেখ মুজিব মডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে তাদের মৃত্যু হয় বলে ফরিদপুর সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান।
এরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা সালাম ব্যাপারির স্ত্রী হাফিজা বেগম (৬১) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাচিকাটা গ্রামের ইউনুস হাওলাদালের ছেলে নূর ইসলাম (৪৯)।
তাদের মধ্যে গত বৃহস্পতিবার নূর ইসলামকে এবং হাফিজাকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে সিভিল সার্জন জানান।
এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১২৩ জনে দাঁড়াল জানিয়ে তিনি বলেন, ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্তের হার বাড়ছে। সোমবার ৯২ জনের পরীক্ষা করে ১৫ জনের এবং মঙ্গলবার ২৩৩ জনের পরীক্ষা করে ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ অবস্থায় স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন্।
এদিকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
তিনি বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক আমরা শহর ও উপজেলা সদরগুলোর গুরুত্বপূর্ণ স্থানে মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। কোথাও কোথাও ভ্রাম্যামাণ আদালতও পরিচালনা করা হচ্ছে।”