ক্যাটাগরি

‘চিত্রা নদীর বালু তোলার বিরোধে’ চুয়াডাঙ্গায় পিটিয়ে হত্যা

বুধবার
বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জাহাঙ্গীর
মল্লিক (৩৫) ছয়ঘরিয়া গ্রামের রনজিত মল্লিকের ছেলে।

চুয়াডাঙ্গা
সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, নদীর বালু তোলাকে কেন্দ্র
করে গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল।

“তার
জেরে জাহাঙ্গীর মল্লিক নামের একজনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে হাসপাতালে
মারা যায় জাহাঙ্গীর।”

লাশ
ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডে
জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।