ক্যাটাগরি

ঢাকা রেঞ্জের ডিআইজি করোনাভাইরাসে আক্রান্ত

রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে
ভর্তি রয়েছেন হাবিবুর রহমান।

পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার
সাইফুল ইসলাম শান্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের নতুনা পরীক্ষায়
মঙ্গলবার উনার ফলাফল পজিটিভ আসে।

“ফলাফল পজেটিভ আসার পরই কেন্দ্রীয় হাসপাতালে
উনাকে ভর্তি করানো হয় এবং উনার শারীরিক অবস্থা ভালো আছে।”

হাবিবুর রহমান ১৭তম বিসিএস পরীক্ষার
মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার
আগে তিনি পুলিশের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

হাবিবুর রহমানের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ
জাদুঘর প্রতিষ্ঠায়ও ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর
অবদান ও ঢাকায় তাদের প্রথম প্রতিরোধ বিষয়ক ঘটনা নিয়ে ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’
নামের একটি বই লিখেছেন।