ক্যাটাগরি

দক্ষিণখানে ব্যবসায়ী হত্যায় জাপানি হান্নানসহ গ্রেপ্তার ৬

ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত শটগানসহ দুটি অস্ত্রও হান্নানের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণখান) হাফিজুর রহমান রিয়েল জানিয়েছেন।

দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশনস) আফতাব উদ্দিন জানান, বুধবার বেলা ১১টার দিকে আইনুশবাগ চাঁদনগর এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ সাতজনকে গ্রেপ্তার করে এবং একটি শটগান এবং একটি রিভলবার উদ্ধার করে।

তবে হান্নানের ওই দুটি অস্ত্রের লাইসেন্স ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

অতিরিক্ত উপ কমিশনার হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হান্নানের বিরুদ্ধে বালু চুরির অভিযোগ এনে স্থানীয় কয়েকজন সকালে তার বাসার সামনে গিয়ে প্রতিবাদ করছিলেন। এ সময় হান্নান তার শটগান নিয়ে বাসা থেকে বেরিয়ে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

“এক পর্যায়ে হান্নান তার শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। ওই গুলিতে ব্যবসায়ী আব্দুর রশিদ মারা যান।”

পরে বিক্ষুব্ধ লোকজন হান্নানের বাসা ঘিরে ফেলে এবং তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান।

৩৯ বছর বয়সী আব্দুর রশিদ দক্ষিণখানে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আর যার গুলিতে তিনি নিহত হয়েছেন, সেই হান্নান প্রাইড স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।

ফেইসবুকে হান্নান নিজেকে বাংলাদেশ-জাপান মানবাধিকার সংস্থার মহাসচিব, জাপান ক্লাবের সাধারণ সম্পাদক এবং প্রাইড জাপান বাংলাদেশ নামের এক কোম্পানির এমডি হিসেবে পরিচয় দিয়েছেন। তার বাড়ির নাম জাপানি কটেজ।