বুধবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি
জাতীয় প্যারেড গ্রাউন্ডে এলে আয়োজনের ‘সম্মানিত অতিথিকে’ স্বাগত জানান প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে ‘শান্তি,
মুক্তি ও মানবতার অগ্রদূত’ থিমে অষ্টম দিনের আয়োজনের সূচনা হয়।
ধর্মগ্রন্থ থেকে পাঠের পর আলোচনা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ
আলী ও রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান এদিন বিষয় ভিত্তিক আলোচনা করবেন। এছাড়া ভ্যাটিক্যান
থেকে পাঠানো পোপ ফ্রান্সিসের একটি ভিডিও বার্তা প্রচার করা হবে।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা
অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মাঝে আধা ঘণ্টার বিরতি দিয়ে সাড়ে ৬টায় দ্বিতীয়
পর্বে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। টেলিভিশন, বেতার, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি
সরাসরি সম্প্রচার করা হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বঙ্গবন্ধুকে
উৎসর্গ করে বন্ধুরাষ্ট্র ভুটানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা, ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের
ওপর টাইটেল অ্যানিমেশন ভিডিও, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকসংগীত, স্পন্দন পরিবেশিত
‘মহাকালের গণনায়ক: তোরা সব জয়ধ্বনি কর’, বিশেষ নৃত্যানুষ্ঠান ‘শতবর্ষ পরেও, কনসার্ট
ফর বাংলাদেশের চুম্বক অংশ, ‘কনসার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক দেশি শিল্পীদের পরিবেশনা এবং
সব শিল্পীদের সমবেত কণ্ঠে ‘জর্জ হ্যারিসনের বাংলাদেশ’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের
শেষ হবে।