বুধবার দুপুরে ঝিনাইগাতী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জয়নাল বলেন, মাস্ক না পরার অপরাধে ২২ জনের কাছ থেকে ৩ হাজার ৭০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণই পারে প্রশাসনের এই নির্দেশগুলো বাস্তবায়নে সফলতা আনতে।
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।