ক্যাটাগরি

মোদি বিরোধীদের ইন্ধন দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

বুধবার নওগাঁর সাপাহার
উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে তথ্যমন্ত্রী
বক্তব্য দেন। 

স্বাধীনতার সুবর্ণ
জয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংরাদেশে আসছেন
দুদিনের সফরে। তার এই আগমনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিরোধিতায় নেমেছে।

মোদির আগমন নিয়ে প্রশ্ন
তুলে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর তা প্রকাশ করেছেন বলে তথ্যমন্ত্রীর
ভাষ্য। 

হাছান মাহমুদ বলেন,
“মোদি কেন বাংলাদেশে আসবেন এমন প্রশ্ন তুলে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমাণ করেছেন
তারা ভারত বিরোধী, তারা বিরোধিতা থেকে বাইরে আসতে পারেননি। তারা বাংলাদেশের উন্নয়ন
চান না।”

তথ্যমন্ত্রী বলেন,
“ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত
বাংলাদেশের উন্নয়নে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু বিএনপি বাংলাদেশের ভালো চায়
না, উন্নয়ন চায় না বলেই ভারত বিরোধী ভূমিকা রেখে চলেছে। ভারতের প্রধানমন্ত্রীর আগমন
নিয়ে প্রশ্ন তোলার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা ভারত বৈরিতা ভুলতে পারেনি।”

তিনি বলেন, “আমাদের
দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। যে দেশ আমাদের
তিন দিকে বিস্তৃত, সে দেশের সাথে সুসম্পর্ক না রেখে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব
নয়।”

তিনি বিএনপিকে এসব
প্রশ্ন না তুলে ‘সঠিক রাজনীতিতে’ ফিরে আসার আহ্বান জানান।

বিএনপি ‘ভারত বিরোধী
রাজনীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে’ অভিযোগ তুলে হাছান মাহমুদ বলেন, “সেটি বাংলাদেশের
উন্নয়নের জন্য সহায়ক নয়।”

কোনো দুর্যোগ কিংবা
দুর্বিপাকের জন্য নয়, বাংলাদেশ এখন নানা অর্জনের জন্য বিশ্ব সংবাদ হয় বলেও মন্তব্য
করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

কেন্দ্রীয় আওয়ামী লীগের
এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ
হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পর পর তিনবার মেনডেট পেয়েছে। সঠিক নেতৃত্বে দেশকে আজ তিনি
নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

“বাংলাদেশ এখন আর দরিদ্র
দেশ নয়, এদেশ এখন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়, খাদ্য উদ্বৃত্তের
দেশ। বাংলাদেশ নানা অর্জনের জন্য বিশ্ব সংবাদ হয়; কিন্তু এখন কোনো দুর্যোগ, দুর্বিপাকের
জন্য বিশ্ব সংবাদ হয় না।”

করোনাভাইরাস মোকাবেলায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে বলে তিনি স্মরণ করিয়ে
দেন।

“তার নেতৃত্বে করোনা
মোকাবেলায় উপমহাদেশে বাংলাদেশের স্থান এখন ১ নম্বরে এবং পুরো বিশ্বে ২০ নম্বরে।”

সাপাহার পাইলট উচ্চ
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন দলের সাপাহার
উপজেলা সভাপতি শামসুল আলম শাহ।

সম্মেলনে উদ্বোধনী
বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন
কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, নওগাঁ জেলা সভাপতি  আব্দুল মালেক, নওগাঁ সদর আসনের সদস্য নিজাম উদ্দীন
জলিল, সাংসদ শহীদুজ্জামান সরকার, সাংসদ ছলিমউদ্দিন তরফদার, সাংসদ আনোয়ার হোসেন হেলাল
প্রমুখ।

অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে
আগামী তিন বছরের জন্য শামসুল আলম শাহ চৌধুরীকে সভাপতি ও মাসুদ রেজা সারোয়ারকে সাধারণ
সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট সাপাহার উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।