ক্যাটাগরি

রোনালদো-রিয়াল গুঞ্জনে মোরাতার ভাবনা

বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে মোরাতা এখন
জাতীয় দলের সঙ্গে স্পেনে। গ্রিসের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে তারা। এর আগের দিন
সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই স্ট্রাইকারকে প্রশ্ন করা হয় রোনালদোর ভবিষ্যৎ প্রসঙ্গ
নিয়ে। 

“আমি জানি না (রোনালদোর ভবিষ্যৎ সম্পর্কে)।
ম্যাচের জন্য প্রস্তুতির সময় ছাড়া ফুটবল নিয়ে আমি তার সঙ্গে কথা বলি না।”

“জীবনে যে কোনো কিছুই ঘটতে পারে। আশা করি, সে
ইউভেন্তুসেই থাকবে, যেন তার পাশে আমি খেলা উপভোগ করে যেতে পারি।”

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ইউভেন্তুস
বিদায় নেওয়ার পরই মূলত রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন শুরু হয়। মাদ্রিদের দলটির হয়ে
টানা তিনটিসহ মোট চারটি চ্য্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ২০১৮ সালে তিনি যোগ দিয়েছিলেন সেরি
আর দলটিতে।

এবার লিগ শিরোপা ধরে রাখার দৌড়েও ১০
পয়েন্টে পিছিয়ে পড়েছে ইউভেন্তুস। সব মিলিয়ে কী তুরিনের দলটিতে সুখে আছেন রোনালদো? নিজের
মতো করে এর উত্তর দিলেন মোরাতা।

“আমরা আরও সুখী হতে পারতাম। এটা কঠিন একটা বছর…দলের এমন কঠিন সময়ের মাঝেও ক্রিস্তিয়ানোকে
ঠিকঠাকই মনে হচ্ছে। আমাদের সামনে তাকাতে হবে; মৌসুম এখনও শেষ হয়ে যায়নি।”