ক্যাটাগরি

খুলনায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিজানুর রহমান জানান, বুধবার করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলেন- ঝিনাইদহ সদরের আরবপুর এলাকার সিরাজুল হকের ছেলে আব্দুল হাসেম (৪৫) ও বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর এলাকার আবু বক্করের স্ত্রী সাহিদা বেগম (৬৫)।

মিজানুর বলেন, হাসেম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। আর বুধবার ভর্তি হওয়া সাহিদা বেলা সাড়ে ১১টায় মারা যান।