দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশনস) আফতাব উদ্দিন জানান, বুধবার বেলা ১১টার দিকে আইনুশবাগ চাঁদনগর এলাকায় ওই ঘটনার পর পর বিক্ষুব্ধরা একটি গাড়িতে আগুন দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই পুলিশ কর্মকর্তা বলেন, “প্রথমিকভাবে জানতে পেরেছি, অধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার সাথে ‘জাপানি হান্নান’ নামের এক ব্যক্তির জড়িত থাকার কথা শোনা যাচ্ছে।”
পরিদর্শক আফতাব বলেন, ওই ঘটনার পরপরই স্থানীয় লোকজন একটি জিপ আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।”
নিহত আবদুর রশিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারা
কী কারণে তাকে হত্যা করেছে তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান আফতাব।