উপজেলার ধুকুরঝাড়ি কলেজ গেট থেকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাকিব নামের ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয় বলে বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান।
রাকিব দিনাজপুর শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকার নজরুল ইসলামের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে রাকিবের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ছিনতাইকারিরা রাতের কোন এক সময় রাকিবকে হত্যার পর তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।