বুধবার বাংলাদেশ অর্থনৈতিক
অঞ্চল কর্তৃপক্ষ বেজার কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।
উত্তরা গ্রুপ অব কোম্পানিজের
পক্ষে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং বেজার পক্ষে মহাব্যবস্থাপক
মো. মনিরুজ্জামান চুক্তিতে সই করেন।
উত্তরা মোটরস লিমিটেড
তিন দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে সুজুকি ব্র্যান্ডের গাড়ি অ্যাসেম্বলিং
এবং তৈরির পরিকল্পনা করেছে। নতুন এ প্ল্যান্টের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায়
৮০০ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
চুক্তি সই অনুষ্ঠানে
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, “গাড়ি নির্মাতাদের জন্য আরও জমি শিল্পনগরে
রাখা হয়েছে। দেশে ব্যক্তিগত গাড়ি, বাণিজ্যিক যান ও মোটরসাইকেল শিল্প স্থাপনের একটা
সুযোগ তৈরি হয়েছে এবং সুযোগটি বেজা কাজে লাগাতে চায়।”
শুধু বাংলাদেশের বাজার
নয়, আশপাশের দেশেও গাড়ি, যন্ত্র ও যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি করে রপ্তানির আশাবাদ ব্যক্ত
করেন তিনি।
বাংলাদেশ অর্থনৈতিক
অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায়
৩০ হাজার একর জমির উপর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ তোলার লক্ষ্যে কাজ করছে।
সর্বাধুনিক প্রযুক্তি
এবং দক্ষতাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দেশের সর্বপ্রথম অটোমোবাইল
হাব তৈরি হচ্ছে।