বুধবার এ কর্মশালায় রংপুর মেট্রোপলিটন পুলিশের
শতাধিক সদস্য ও বিকাশের শতাধিক এজেন্ট অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
একই সাথে মানি লন্ডারিং প্রতিরোধে সারাদেশের
বিভিন্ন জেলায় ধারাবাহিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এবার রংপুরে এই সমন্বয় কর্মশালা
আয়োজিত হল।
কর্মশালায় আর্থিক খাতে অপরাধমূলক কর্মকাণ্ড
ঠেকাতে সচেতনতার মাধ্যমে কমপ্লায়েন্স পরিপূর্ণরূপে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মোবাইলে আর্থিক সেবার অপব্যবহার রোধে এবং
তা প্রতিরোধে সচেতনতা তৈরিতে এজেন্টরা কিভাবে ভূমিকা রাখতে পারেন, স্থানীয় আইন প্রয়োগকারী
সংস্থাকে কিভাবে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন- এসব বিষয়েও বিস্তারিত আলোচনা হয় কর্মশালায়।
বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স
এ কে এম মনিরুল করিম কর্মশালা পরিচালনা করেন।
কর্মশালায় রংপুরের পুলিশ কমিশনার আবদুল আলীম
মাহমুদ, উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান ও আবু মারুফ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।