ক্যাটাগরি

রাজশাহীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

বুধবার
দুপুর দেড়টার দিকে আগুন ধরে; পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন
নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুপুর ১টা ৪০
মিনিটে তারা খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুইটি
ইউনিট মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই সময়
ফায়ার সার্ভিসের তিন জন কর্মী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে
বলে জানান তিনি।

জাকির হোসেন
আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত বা কী পরিমাণ ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা
যায়নি। তদন্ত করে সেটি জানা যাবে।

তবে বিদ্যুতের
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।