র্যাব ১২-এর সিরাজগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা সেখানে ঘোরাফেরা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। তারা স্বীকার করেছেন তারা ভারতীয় রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে এসেছেন। তারা কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে যেতে চাচ্ছিলেন বলে তাদের ভাষ্য। তাদের সঙ্গে মেয়াদ উত্তীর্ণ দুটি ইউএনএইচসিআর কার্ড পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ১৯২০ সালের পাসপোর্ট আইনে মামলা দায়েরর পর সলঙ্গা থানায় দেওয়া হয়েছে।
আটক তিনজন হলেন- মিয়ানমারের সিত্তে আকিয়াব জেলার বুসিডং থানার ইয়াংছাং সিন্ধিপানপাড়া গ্রামের সিকান্দার মিয়ার ছেলে মো. বেলাল (৪৮), তার স্ত্রী ইয়াসমিন (২৬) ও মংডু থানার রাইমাসিল গ্রামের আলমগীর মিয়ার ছেলে রিয়াজ (১৮)।
তাছাড়া তাদের সঙ্গে সাড়ে তিন বছর বয়সী একটি মেয়ে ও পৌনে দুই বছরের একটি ছেলে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।