ক্যাটাগরি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পোশাকের সম্ভার

রঙ বাংলাদেশ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশীয়
ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ নিয়ে এসেছে বিশেষ টি-শার্ট।

তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০
বছর পূর্তির ভাবনা বিভিন্ন ভাবে এ টি-শার্টগুলোর নকশায় প্রাধান্য পেয়েছে। শতভাগ সুতি
কাপড়ে টিয়া, মেরুন, অ্যাশ ও বিস্কুট রংয়ে তৈরি হয়েছে টি-শার্টগুলো। সঙ্গে বিনা মূল্যে
থাকছে ম্যাচিং মাস্ক।

রং বাংলাদেশের প্রতিটি টি-শার্টেও দাম
৫৯০ টাকা।

কে ক্র্যাফট

এবারের আয়োজনে ক্যালিগ্রাফির মাধ্যমে
গানের কথা ফুটিয়ে তোলা হয়েছে পোশাকে। এছাড়াও রয়েছে জামদানি মোটিফের ব্যবহার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধের
প্রেরণার দেশাত্মবোধক গান থেকে বেছে নেওয়া হয়েছে ১০টি গান।

গানগুলোর মধ্যে রয়েছে- ‘প্রথম বাংলাদেশ
আমার শেষ বাংলাদেশ’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘সুন্দর
সুবর্ণ তারুণ্য লাবণ্য’, ‘অপূর্ব রূপসী রূপেতে অনন্য’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’,
‘রক্ত লাল রক্ত লাল’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ এমন বেশ কিছু গান।

মুক্তিযুদ্ধ ও বিজয়ের পোশাকে লাল-সবুজ
রংয়ের বৃত্তের বাইরে যাঁরা ভিন্ন কিছু পরতে চান তাঁদের জন্যই এমন উদ্যোগ।

সময়, আবহাওয়া ও পরিবেশ এর কথা মাথায় রেখে
সুতি, তাঁত ও লিনেনের মতো আরামদায়ক কাপড় বেছে নেওয়া হয়েছে। রং হিসেবে ব্যবহৃত হয়েছে
সবুজ ও লাল। নিজস্ব বুনন নকশায় শাড়ি, কুর্তি, টপস, পাঞ্জাবি, টি-শার্ট এবং শিশুদের
জন্য নানা পোশাকের সমৃদ্ধ আয়োজন। এছাড়াও বরাবরের মতোই থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক।  

স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই ডাই
ও হাতের কাজের মাধ্যমে পোশাকে ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে।

লা রিভ

লাল সবুজের বিশেষ একটি সংগ্রহ নিয়ে এসেছে
তারা। পোশাকের পাশাপাশি রয়েছে সুবর্ণজয়ন্তীর বিশেষ স্যুভনির মগ। 

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান
নার্গিস সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “পরিবারের সকল সদস্যের জন্য লাল-সবুজ-সোনালি দিয়ে
বিশেষভাবে ডিজাইন করা শাড়ি, পাঞ্জাবি, টিউনিক, ফ্রকের ফ্যামিলি কালেকশন নিয়ে এসেছি
আমরা। ছেলে-মেয়ে-বড়-ছোট সবার জন্য রাখা হয়েছে সুবর্ণজয়ন্তীর লোগো সম্বলিত টিশার্ট।
পোশাকের পাশাপাশি স্যুভনির মগের বিশেষ কালেকশনটি পাওয়া যাচ্ছে লা রিভের প্রতিটি স্টোর
ও অনলাইনে।”