মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার ৬-০ গোলে জিতে বিকেএসপি। জয়ী দলের অর্পিতা পাল ও শান্তিনা টুডু ২টি করে গোল করেন। একটি করে গোল সোনিয়া খাতুন ও তারিন আক্তার খুশির।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন বিকেএসপির অর্পিতা পাল।
এবারের এই প্রতিযোগিতায় ১২টি জেলা ও বিকেএসপিসহ মোট ১৩টি দল অংশ নেয়। ‘ক’ গ্রুপে-ঝিনাইদহ, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা। ‘খ’ গ্রুপে- নড়াইল, চট্টগ্রাম ও যশোর জেলা। ‘গ’ গ্রুপে-রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলা। আর ‘ঘ’ গ্রুপে- বিকেএসপি, কিশোরগঞ্জ, কক্সবাজার ও ময়মনসিংহ জেলা।