বৃহস্পতিবার শ্রীনগরের উপকণ্ঠে এ হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের মধ্যে এক সিআরপিএফ সদস্যের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, শ্রীনগর-বারামুল্লা মহাসড়কে টহল দেওয়ার সময় লাওয়াপুরায় সিআরপিএফের ওই গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পাল্টা জবাব দিলেও সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন কাশ্মীর পুলিশের মহাপরিচালক বিজয় কুমার।
“এক জওয়ান নিহত হয়েছে। তিনজন আহত। হামলার পেছনে ছিল লস্কর-ই-তৈয়বা,” বলেছেন তিনি।
লাওয়াপুরা ও এর আশপাশে হামলাকারীদের খোঁজে অভিযান শুরু হয়েছে।