ক্যাটাগরি

বগুড়ায় ভাংচুরের মামলায় যুবলীগ নেতা হাজতে

বৃহস্পতিবার বগুড়ার
অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহম্মেদ শাহরিয়ার তারিক এই আদেশ দেন। 

এরা হলেন যুবলীগ বগুড়া
জেলার প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম অর্ক এবং একই
সংগঠনের পৌর কমিটির সহ-সভাপতি সেতু খন্দকার। 

এই আদালতে দায়িত্বরত
পুলিশের এসআই প্রদ্যুৎ কর বলেন, আলম অর্ক ও সেতু খন্দকার বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হয়ে
জামিন প্রার্থনা করেন। কিন্তু বিচারক শুনানি শেষে তাদের আবেদন নাকচ করে কারাগারে
পাঠানোর আদেশ দেন।

বগুড়া শহরের চারমাথা
এলাকায় মোটর মালিক গ্রুপের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে চলতি বছরের ৯ ফেব্রুয়রি দুদলের
সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে
গোয়েন্দা পুলিশের এক কনস্টেবল ছুরিকাহত হন এবং সাংবাদিকসহ অন্তত ১০ জন মারধরের
শিকার হন।  

এছাড়া মোটর মালিক
গ্রুপের কার্যালয় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং একটি পেট্রোল পাম্প ভাংচুর করা
হয়। 

ওই ঘটনায় যুবলীগ নেতা
আমিনুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহনের ছোট ভাই মশিউল আলম দীপন
পাল্টাপাল্টি মামলা করেন। এছাড়া পুলিশের পক্ষ থেকেও একটি মামলা করা হয়।

বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক  যুবলীগ নেতা আমিনুল ইসলামের মামলায় নূরে আলম অর্ক ও সেতু খন্দকারকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে এসআই
প্রদ্যুৎ কর জানান।

তিনি আরও জানান,
ইতিমধ্যে মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আমিনুল
ইসলামকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। অপরদিকে মোটর মালিক
গ্রুপের সাবেক আহবায়ক মঞ্জুরুল আলম মোহন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

বগুড়ায় আ. লীগের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা

বগুড়ায় ভাংচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বাস
ধর্মঘট শুরু