নিউজ ডেস্ক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2021 10:26 PM BdST
Updated: 25 Mar 2021 10:26 PM BdST
সুবর্ণজয়ন্তীর বছরে দেশের বিভিন্ন জেলায় মোমবাতি প্রজ্বালন করে ২৫শে মার্চ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার জয়পুরহাট, নওগাঁ, নেত্রকোণা ও পিরোজপুর থেকে শহীদদের স্মরণে এই আয়োজনের খবর দিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা।
-
জয়পুরহাটে জেলা সদরের কড়ই-কাদিরপুর বধ্যভূমির স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
-
১৯৭১ সালে কড়ই-কাদিপুর গ্রামে ৩৭১ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা।
-
নওগাঁয় ২৫ মার্চ কালোরাত উপলক্ষে শহরে সন্ধ্যায় আলোর মিছিল করেছে সামাজিক সংগঠন একুশে পরিষদ।
-
নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০টি মশাল ও এক হাজার মোমবাতি প্রজ্বালন করে আলোর মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোট যমুনা নদী তীরে গিয়ে সমবেত হয়।
-
সন্ধ্যায় নেত্রকোণা শহরের পাটপট্টি শহীদবেদি, সাতপাই শহীদ স্মৃতিস্তম্ভ ও মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন শহীদবেদিতে মোম প্রজ্বালন করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
-
বিভিন্ন সংগঠন, প্রশাসনসহ সর্বস্তরের মানুষ ২৫ মার্চ গণহত্যায় শহীদদের স্মরণ করেছে।
-
সন্ধ্যায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও গণসংগীত আয়োজন করা হয়েছে।