দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, রোমে বুধবার রাতে গাড়ি দুর্ঘটনায় মারা যান ইতালির হয়ে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলা এই ফুটবলার।
ফিওরেন্তিনা, তোরিনো ও স্পালের হয়ে খেলার পর গত জানুয়ারিতে সেরি আর দল লাৎসিওতে ফেরেন গুয়েরিনি। এখানেই শুরু করেছিলেন ক্যারিয়ার। রোমের ক্লাবটির যুব দলে খেলেছেন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে লাৎসিও ও ফিওরেন্তিনা।