গত সোমবার খুলনায় শুরু হয় স্বাগতিকদের বিপক্ষে সিলেটের জাতীয় লিগের প্রথম রাউন্ড। প্রথম দিনে খেলা শুরুর পর রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর আসে।
ম্যাচ রেফারি রকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার জানান, চতুর্থ দিন দুপুরে পেসার ইবাদতের আক্রান্ত হওয়ার খবর পান তারা।
“তৃতীয় দিনও বোলিং করেছে ইবাদত। সেদিন সন্ধ্যা থেকে ওর জ্বর আসে। তখন থেকেই নিজের রুমে তাকে আইসোলেশনে রাখা হয়।”
“বৃহস্পতিবার সকালে ওর করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। দুপুরে পজিটিভ ফল আসে।”
ইবাদতের শরীর খারাপ হওয়ায় চিকিৎসকদের পরামর্শে চতুর্থ দিন তার জায়গায় রেজাউর রহমান রাজাকে খেলায় সিলেট। ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন খুলনার বিপক্ষে ৮ উইকেটে হারে সিলেট।