বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে রাঙ্গুনিয়ার চন্দ্রগোণা লিচুবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- ডেইজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮) ও মো. আকবর (২৫)। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
আহতদের মধ্যে কাদের নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা চন্দ্রঘোনার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম জানান, চন্দ্রঘোনা থেকে চট্টগ্রামমমুখী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত চারজনকে চমেক হাসপাতালে পাঠালে রাতে সেখানে তিনজন মারা যান।
ট্রাককে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন বলে তিনি জানান।