এ ঘটনায় রাব্বী নামের এক যুবককে আটক করা হয়েছে বলে নগর পুলিশের উত্তর জোনের
উপ-কমিশনার বিজয় বসাক জানান।
তিনি সাংবাদিকদের বলেন, পরিত্যক্ত ভবনটির তৃতীয় তলার একটি কক্ষে অভিযান
চালিয়ে কয়েকশ মশাল পাওয়া গেছে, যা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার হয়। বিভিন্ন
রাজনৈতিক দল কর্মসূচি দিচ্ছে।
“এভাবে আরও অন্য কিছু আছে কি না আমরা দেখছি।”
এছাড়া অপর কক্ষে একটি ব্যাগ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের
বোম ডিসপোজাল টিমের সদস্যরা আসছেন। সেখানে বিস্ফোরক আছে কি না তারা তা পরীক্ষা করে
দেখবেন।”
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, ভবন থেকে রাব্বী নামে
একজনকে আটক করা হয়েছে।
“সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে বৃহস্পতিবার দুপুরে মশাল বানানোর কথা
বলে ৬০০ টাকা মজুরির বিনিময়ে তাকে নিয়ে আসা হয়।
কারা নিয়ে এসেছে সে ব্যাপারে কোন তথ্য রাব্বী দিতে পারেনি।