মঙ্গলবার
অভিযান চালিয়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা থেকে গ্রেপ্তার হন আনোয়ার হোসেন
আনা (৩৫)।
বুধবার
সিআইডির মিডিয়া সেন্টারে রংপুর খুলনা বিভাগের উপমহাপরিদর্শক শেখ নাজমুল আলম এক
সংবাদ সম্মেলনে বলেন,
গত ৯ মার্চ দুপুর ২টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর
ইউনিয়নের আলমপুর (কুলবাগান) গ্রামে পারিবারিক বিরোধে
ভাতিজাদের হাতে খুন হন এক ব্যক্তি।
“আলমপুর
বাগান গ্রামের ওসমান আলী (৬০) ও তার ছোট ভাই খাদেম আলীর সঙ্গে
দীর্ঘদিন ধরে আরেক ভাই আলম হোসেনের পারিবারিক বিরোধ চলছিল।”
আলম
হোসেনের
তিন ছেলে তাদের ওপর হামলা করার পরিকল্পনা করে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে শেখ নাজমুল আলম বলেন, “ওইদিন মসজিদে জোহরের
নামাজ পড়ে ওসমান আলী এবং খাদেম আলী বাড়ি যাচ্ছিলেন।
“বাড়িতে
ঢোকার মুহূর্তে আলম হোসেনের তিন ছেলে পূর্ব পরিকল্পনামাফিক
তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং হাসুয়া দিয়ে আঘাত
করলে ওসমান আলী ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর ভাতিজারা পালিয়ে যায়।”
এ ঘটনায়
মহেশপুর থানায় একটি নিয়মিত হত্যা মামলা হয়।
ঘটনায়
জড়িত বাকি দুইজন
পলাতক রয়েছে বলে জানিয়েছে সিআইডি।