ক্যাটাগরি

‘ডেঙ্গু-ম্যালেরিয়ার বন্ধু’ মমতা; মোদী ‘খুনিদের রাজা’

বৃহস্পতিবার পাথরপ্রতিমার জনসভায় তৃণমূলপ্রধান মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘খুনিদের রাজা’ হিসেবে অভিহিত করেছেন।

একইদিন পুরুলিয়ার বাঘমুন্ডিতে অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ‘ডেঙ্গু ও ম্যালেরিয়ার বন্ধু’ বলে অ্যাখ্যা দিয়েছেন।

শনিবার থেকে ভারতের এ রাজ্যে বিধানসভার ভোট শুরু হতে যাচ্ছে; ৮ দফা ভোট শেষে ২ মে নির্বাচনের ফলাফল জানা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

পাথরপ্রতিমার জনসভায় মমতা অভিযোগ করে বলেন, আম্পানের সময় নরেন্দ্র মোদী ‘ঢং’ করে পশ্চিমবঙ্গে এসেছিলেন।

“একটা লোক যদি কারও থেকে ৫০০ টাকা নিয়েছে, তো বলছে তৃণমূল কংগ্রেস সব চোর। আমি চোর? আমি ডাকাত? আমি খুনি? আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি।

“তুমি (মোদী) খুনিদের রাজা। খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার, সব টাকা খেয়ে নিয়েছো। পিএম কেয়ার্সের নামে টাকা তুললে? কোথায় গেল টাকা? কেউ পায়নি,” বলেন মমতা।

অন্যদিকে পুরুলিয়ার সভায় অমিত শাহ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকার হটানোর ডাক দেন। বলেন, জালিয়াতি চাইলে ‘দিদিকে’ ভোট দিন, আর ‘স্কিম’ চাইলে বিজেপিকে।

“২ মে দিদিকে সরিয়ে দিন। বাংলা (পশ্চিমবঙ্গ) থেকে ডেঙ্গু-ম্যালেরিয়া তখনই যাবে, যখন দিদি যাবে। উনি ডেঙ্গু আর ম্যালেরিয়ার বন্ধু,” বলেছেন ভারতের এ স্বরাষ্ট্রমন্ত্রী।  

শনিবার প্রথম দফায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের ৩০টি আসন দিয়ে শুরু হবে ভোটযুদ্ধ। ৮ দফায় মোট ২৯৪টি আসনে প্রতিনিধি ঠিক করবেন পশ্চিমবঙ্গের ভোটাররা।