ক্যাটাগরি

ডেনমার্কে ইউরোর ম্যাচে মাঠে থাকবে দর্শক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে যাওয়া প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত। খেলা হবে ইউরোপের ১২টি দেশে।

ডেনমার্কের কোপেনহেগেনে ৩৮ হাজার দর্শক ধারণক্ষমতার পার্কেন স্টেডিয়ামে হবে চারটি ম্যাচ। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানায়।

স্বাস্থ্য পরিস্থিতি অনুকূলে থাকলে আরও বেশি দর্শককে গ্যালারিতে রাখা যায় কিনা, সেটিও পর্যবেক্ষণ করবে তারা। একই সঙ্গে তারা অবশ্য ডেনিশ ফুটবল ইউনিয়ন ও উয়েফাকে জানিয়ে দিয়েছে, সংক্রমণ ছড়িয়ে পড়লে প্রয়োজনে দর্শকদের জন্য স্টেডিয়ামের দরজা বন্ধ করে দেওয়া হবে। 

আয়োজক ১২টি দেশকে স্টেডিয়ামে দর্শক ফেরানোসহ ম্যাচগুলো নিয়ে তাদের পরিকল্পনা জমা দেওয়া জন্য আগামী ৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে উয়েফা।

রাশিয়াও তাদের দেশে হতে যাওয়া চারটি ম্যাচে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ব্রিটিশ সরকার জানিয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে ইংল্যান্ডের মাঠগুলোতে প্রবেশ করতে পারবে ১০ হাজার দর্শক। ২১ জুন থেকে সংখ্যা আরও বাড়বে।