বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে সদর উপজেলার বাগড়া এলাকার নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাইফুল (৮১৪) নেত্রকোণা আদালতের পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।
স্থানীয়দের বরাতে নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, সাইফুল মোটর সাইকেলে করে নেত্রকোণার দিকে যাচ্ছিলেন। আর পিকআপভ্যানটি নেত্রকোণা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
“পথে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে পিকআপভ্যানের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপভ্যান ও মোটরসাইকেল সড়কের পাশে গিয়ে পড়ে এবং সাইফুল ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।”
ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।