বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাহবুর রহমান জানান।
সদরপুর বাজার ব্যবসায়ী আসলাম শেখ বলেন, “সকালে বাজারের লোকজন আগুন খেতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহবুর বলেন, “সদরপুর ও ভাঙ্গার উপজেলার দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ১৩টি কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করা হবে।