ক্যাটাগরি

ফেইসবুকের মতো ইমোজি আনতে পারে টুইটার

“আমরা বাড়তি পথ খুঁজছি, যার মাধ্যমে মানুষ টুইটারে চলমান আলোচনায় নিজ অনুভূতি প্রকাশ করতে পারবে।” – এ প্রসঙ্গে বুধবার বলেছেন এক টুইটার মুখপাত্র।

জরিপে ব্যবহারকারীদের কাছে – হার্ট (লাইক), হাসি, চোখের কোণে পানি (মজার), চিন্তা মগ্ন (ইন্টারেস্টিং) এবং কাঁন্না (দুঃখ) ইত্যাদি ইমোজি দেখানো হচ্ছে। এ ছাড়াও একদম সাধারণ লাইক বা ডিজলাইক টুইট বাটনের পরিকল্পনাও করছে টুইটার।

জরিপে ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হচ্ছে, তারা “কীভাবে ডিজলাইক বা ডাউনভোটের সুযোগ নেবেন।” টুইটারের গোটা ইমোজি গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে, টুইটারের নকশা প্রধান ডান্টলে ডেভিস সম্প্রতি জানিয়েছেন, ইমোজি হয়তো শীঘ্রই চলে আসবে।

“আমরা আপনাদের জন্য শীঘ্রই কিছু নিয়ে আসবো।” – এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে জানান ডেভিস।

টুইটার সুনির্দিষ্ট দিবস এবং উৎসবে ইমোজি ব্যবহার করতে দেয় বর্তমানে, বিশেষ করে ভারতে।