ক্যাটাগরি

বাসের ধাক্কা গাছে, নিহত দুই

উপজেলার মাধবপুর এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান। 

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা য়ায়নি।

খোকন বলেন, “যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী জিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।