ক্যাটাগরি

বিএনপির ২৬ মার্চের কর্মসূচিতে পরিবর্তন

বৃহস্পতিবার দলের  দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।

পরিবর্তিত সূচি- ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় সাভারে দলের ঢাকা জেলার জ্যেষ্ঠ নেতাদের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পন, সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে কবরে দলের স্থায়ী কমিটির সদস্যদের পুস্পমাল্য অর্পন এবং বিকাল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং ইতিপূর্বে ঘোষিত কর্মসূচিতে সরকারের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুক্রবারে বিএনপির এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

বিএনপির পূর্ব ঘোষণায় সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং পরে শেরে বাংলা নগরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা পুস্পমাল্য অর্পন, বিকালে নয়া পল্টনে কার্যালয় থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর র‌্যালীর কর্মসূচি ছিল।

সারা দেশে জেলা-মহানগর-উপজেলা-পৌরসভাসহ সকল ইউনিটের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাস্থ্য বিধি মেনে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করতে সংবাদ বিজ্ঞপ্তিতে সকল জেলা নেতৃবৃন্দকে আহবান জানানো হয়।