এনডিটিভি এক
প্রতিবেদনে জানিয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পূনাওয়ালা বাড়িটি
ভাড়া নিয়েছেন পোলিস বিলিয়নিয়ার ডমিনিকা কুলজেকের কাছ থেকে।
অনেকেই বলছেন, বাড়ি ভাড়ার ওই চুক্তি গোপন রাখা হয়েছে। সেরাম ইনস্টিটিউটের
মুখপাত্র তো বটেই, কুলজেকের মুখপাত্রও ওই চুক্তি নিয়ে মুখ
খুলতে রাজি নন।
ওই এলাকায়
সবচেয়ে বড় এই বাড়ির আয়তন ২৫ হাজার বর্গ ফুট; যা
কি না গড় মাপের ব্রিটিশ বাড়িগুলোর ২৪টির সমান।
সবাইকে ধৈর্য ধরার পরামর্শ সেরাম ইনস্টিটিউট সিইওর
বাড়ির সাথেই
রয়েছে একটি গেস্ট হাউজ। আরও রয়েছে মেফেয়ারের একটি ‘বিশেষ
উদ্যান’, যেখানে যেতে পারবেন শুধু এর বাসিন্দারাই।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার
তৈরি করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের আদার পূনাওয়ালার
সঙ্গে যুক্তরাজ্যের যোগাযোগ দীর্ঘদিনের। তিনি ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারে
পড়ালেখাও করেছেন।
২০১৬ সালে
ব্লুমবার্গ নিউজের সঙ্গে এক আলাপে তিনি বলেছিলেন, ব্রিটেন
তার ‘দ্বিতীয় বাড়ি’
ব্লুমবার্গের
বিলিয়নেয়ার সূচক অনুযায়ী,
বিশ্বের ধনী পরিবারগুলোর
মধ্যে পূনাওয়ালা পরিবার একটি। এ পরিবারের সম্পত্তির মূল্য প্রায় ১৫ বিলিয়ন ডলার; যার বড় একটি অংশ আসে শুধু টিকা উৎপাদন করেই।