বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে বলে ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
মোদীর আগমণের প্রতিবাদে দুপুরে ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের মিছিলের সময় মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হন। আটক করা হয় অন্তত ৩০ জনকে। এদের মধ্যে আবুল কালাম (৩৬) নামে আহত পল্টন থানা থেকে জরুরি বিভাগে আনা হয়।
“ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা কিল-ঘুষি মেরে ও মারধর করে এসআই রায়হানের হাত থেকে আবুল কালামকে ছিনিয়ে নিয়ে যায়।”