বৃহস্পতিবার সকালে নগরীর কৃষ্টপুর দৌলত মুন্সি রোড এলাকার একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান।
স্থানীয়দের বরাত তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দৌলত মুন্সি রোড এলাকার একটি চায়ের দোকান থেকে চা পান করে ওই নারী দোকানিকে বলেন যে, তার শরীর খারাপ লাগছে। পরে সে চলে যায়।
“সকালে ওই নারীর লাশ ড্রেনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন করলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।“
এসআই বলেন, মৃতদেহে কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। নিহতের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।