পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
বৃহস্পতিবার বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক ক্রিকেটে
অভিষেকের অপেক্ষায় থাকা শাকিলের বাঁ পায়ে চোট ধরা পড়েছে। আপাতত পুনর্বাসন
প্রক্রিয়ার মধ্যে থাকবেন তিনি।
শাকিলের জায়গায় ওয়ানডে দলে যোগ করা হয়েছে
আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলিকে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে
টি-টোয়েন্টি দলে আগে থেকেই আছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ২০ জনের টেস্ট দলেও
আছেন শাকিল। লাল বলের সিরিজে দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ আছে তার। পিসিবি
জানিয়েছে,
দ্রুত ফিট হয়ে উঠলে আগামী ১২ এপ্রিল হারারের উদ্দেশে টেস্ট
দলের ১০ জনের সঙ্গে যেতে পারবেন তিনি। দুই টেস্টের সিরিজ খেলবে দুই দল।
২১ জন খেলোয়াড়সহ মোট ৩৪ জনের বহর নিয়ে
শুক্রবার সকালে জোহানেসবার্গের উদ্দেশে ভাড়া করা বিমানে দেশ ছাড়বে পাকিস্তান দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও
চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আইসিসির সুপার লিগের অংশ ওয়ানডে তিনটি হবে ২, ৪ ও ৭ এপ্রিল। টি-টোয়েন্টি চারটি ১০, ১২, ১৪ ও ১৬ এপ্রিল।
সেখান থেকে তারা জিম্বাবুয়ের বিপক্ষে
তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে হারারের উদ্দেশে রওনা দিবে।