বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বেলকুচি উপজেলার
ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বায়নাগাঁতী উত্তরপাড়ায় এ সংঘর্ষ ঘটে বলে বেলকুচি থানার ওসি
গোলাম মোস্তফা জানান।
নিহত সাইফুল ইসলাম (৪৫) বায়নাগাঁতী গ্রামের মজিবর
রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বানিয়াগাঁতী স্কুল
কমিটি গঠন নিয়ে রাজ্জাক খান এবং হেলাল মন্ডল গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে
বৃহস্পতিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাজ্জাক খানকে হেলাল গ্রুপের লোকজন
হামলা করে।
এরপর পাশের গ্রাম থেকে রাজ্জাক খানের লোকজন এলে
উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দু’পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে দুপক্ষের অন্তত পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে
গুরুতর আহত সাইফুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার
পথে দুপুরে মারা যান।
ওসি গোলাম মোস্তফা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে
পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ
২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো
হয়েছে।