ক্যাটাগরি

স্বাধীনতা দিবসে গাজীপুরে গাইবেন জেমস

২৬ মার্চ গাজীপুরের রাজবাড়ি মাঠে বিকাল তিনটায় নগরবাউল ব্যান্ডের পরিবেশনা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ব্যান্ডের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের ব্যবস্থাপনায় এ কনসার্টের আয়োজন করা হচ্ছে বলে জানান রবিন।

নগরবাউলের বর্তমান লাইনআপে রয়েছেন-জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামার), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেইজ গিটার), কাকন চক্রবতী (কি-বোর্ড), রুবাইয়াৎ ঠাকুর রবিন (মুখপাত্র ও বিজনেস ম্যানেজার)।

করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রায় এক বছরের বিরতি ভেঙে ১২ মার্চ থেকে কনসার্টে ফিরেছে নগরবাউল।