“সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যে চুক্তি হয়েছে কোম্পানিটিকে অবশ্যই তার প্রতি সম্মান দেখাতে হবে,” বলেছেন তিনি।
ভ্যাকসিন সরবরাহ নিয়ে ইইউ নেতাদের এক ভার্চুয়াল সম্মেলনে আলোচনা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় উরসুলা এ কথা বলেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্টের এ অবস্থানকে ‘ইইউ’র ছেলেমানুষি শেষের’ চিহ্ন বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি তুলনামূলক শ্লথগতিতে চলছে; এর জন্য অ্যাস্ট্রাজেনেকাসহ টিকানির্মাতা কোম্পানিগুলোকে দুষছে ইইউ। তাদের দাবি, নির্মাতা কোম্পানিগুলো প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করছে না।
অ্যাস্ট্রাজেনেকা ইইউ দেশগুলোর সঙ্গে হওয়া চুক্তির প্রতি সম্মান জানাতে ব্যর্থতার অভিযোগ অস্বীকার করেছে।