ক্যাটাগরি

অ্যাস্ট্রাজেনেকাকে ভ্যাকসিন সরবরাহে চুক্তির প্রতি সম্মান দেখাতে বলল ইইউ

“সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যে চুক্তি হয়েছে কোম্পানিটিকে অবশ্যই তার প্রতি সম্মান দেখাতে হবে,” বলেছেন তিনি।

ভ্যাকসিন সরবরাহ নিয়ে ইইউ নেতাদের এক ভার্চুয়াল সম্মেলনে আলোচনা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় উরসুলা এ কথা বলেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্টের এ অবস্থানকে ‘ইইউ’র ছেলেমানুষি শেষের’ চিহ্ন বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি তুলনামূলক শ্লথগতিতে চলছে; এর জন্য অ্যাস্ট্রাজেনেকাসহ টিকানির্মাতা কোম্পানিগুলোকে দুষছে ইইউ। তাদের দাবি, নির্মাতা কোম্পানিগুলো প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করছে না।

অ্যাস্ট্রাজেনেকা ইইউ দেশগুলোর সঙ্গে হওয়া চুক্তির প্রতি সম্মান জানাতে ব্যর্থতার অভিযোগ অস্বীকার করেছে।