ক্যাটাগরি

গাইবান্ধায় বাসচাপায় নিহত ২

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফাসিতলা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে তারা হতাহত হন।

নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার আচারেরপাড়া গ্রামের আব্দুল বাকির ছেলে মোহন মিয়া (৩০) ও একই জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফিরোজ কবির  (২৬)।

তারা বগুড়ার একটি বেকারি কারখানর কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।

ওসি খায়রুল বলেন, বগুড়া থেকে একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

আর বাস উল্টে অন্তত নয়জন আহত হন। আহতদের মধ্যে নয়জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি খায়রুল।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। তাছাড়া বাস ও অটোরিকশা থানায় নিয়েছে পুলিশ।