ক্যাটাগরি

নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ আটক

নবাবগঞ্জ থানার এএসআই মো. সোরহাব হাসান তালুকদার জানান, উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে ওই তরুণকে আটক করা হয়।

আটক মো. হাবিবুর রহমান (১৯) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রণনাসপুর গ্রামের কেরামত আলীর ছেলে। সাদাপুর মোল্লা বাড়িতে বাসা ভাড়া থেকে সেখানে কাজ করে সে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসআই বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় মা শিশুটিকে বাড়িতে একা রেখে বাজার করতে যান। এ সময় শিশুটিকে ধর্ষণ করে হাবিবুর। রাত ৯টার দিকে শিশুটির মা বাড়ি ফিরে মেয়ের কাছে ঘটনা শুনেন এবং পরে তাকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর এলাকাবাসী মোহাবিবুরকে আটক করে পিটুনি দেয়।”

পরে স্থানীয় মেম্বার বিষয়টি থানায় জানালে ওই এলাকা থেকে মোহাবিুরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে সোরহাব জানান।

তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।