ক্যাটাগরি

নিরাপত্তা-স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে দ্বিপক্ষীয় সহযোগিতা: পুতিন

জোড়া উদযাপনের ১০ দিনের অনুষ্ঠানমালার শেষদিন শুক্রবার পুতিনের পাঠানো
বার্তা পড়ে শোনান ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনোটভ।

পুতিন বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে রাষ্ট্রপতি আবদুল
হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন। বাংলাদেশ
তুখোড় রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও
উদযাপন করছে।

“বাংলাদেশে ও রাশিয়ার সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমাদের
আমাদের যৌথ উদ্যোগে ভবিষ্যতের গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা দুই দেশের জনগণের স্বার্থ
রক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। আমি আপনাদের সুস্বাস্থ্য,
সাফল্য কামনা করছি এবং বাংলাদেশের সব নাগরিকের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

শেষদিনের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিতি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী।

এদিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ
এরদোয়ানের বার্তাও অনুষ্ঠানে প্রচার করা হয়।