ক্যাটাগরি

বঙ্গবন্ধু বিংশ শতাব্দীর অন্যতম সেরা রাষ্ট্রনায়ক: এরদোয়ান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ১০ দিনের অনুষ্ঠানমালার
শেষ দিন শুক্রবার এক বার্তায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ওই বার্তাটি ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত
মোস্তফা ওসমান তোরানের কণ্ঠে প্রচার করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, মুজিববর্ষ ও স্বাধীনতার
সুবর্ণজয়ন্তীতে আপনাকে এবং বাংলাদেশের ভাতৃপ্রতীম নাগরিকদেরকে আমার পক্ষ থেকে এবং তুরস্কের
জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

“মুজিববর্ষের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। কোভিড-১৯
মহামারীর কারণে দুর্ভাগ্যবশত আপনার আমন্ত্রণে সাড়া দেওয়া যায়নি। এই মহামারী এখনও সারা
বিশ্বকে আক্রান্ত করে চলেছে। সামনে যে কোনো ভালো পরিস্থিতিতে আমি বাংলাদেশে আসতে চাই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার শ্রদ্ধাভাজন ও
মমতাময়ী পিতা স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার
জাতির জন্য সারাজীবনের সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে বিংশ শতাব্দির সেরা রাষ্ট্রনায়কদের
মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন।”

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঐতিহ্য ও সংস্কৃতির ওপর গড়ে ওঠা ভাতৃত্বের
সম্পর্ক আগামী দিনগুলোতে আরও দৃঢ় হবে বলে আশা করেন এরদোয়ান।