ক্যাটাগরি

মিয়ানমারে পুলিশের গুলিতে আরো ৪ বিক্ষোভকারী নিহত

বিক্ষোভকারীরা দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে শনিবার বড় ধরনের প্রতিরোধের ডাক দিয়েছেন।

এদিকে বিশ্ব ব্যাংক সতর্ক করে বলেছে, গত ১ ফেব্রুয়ারি সেনাঅভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে যে রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে তাতে এ বছর দেশটির অর্থনীতি ১০ শতাংশ সংকুচিত হয়ে পড়বে।

মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনতে এ সপ্তাহে আন্তর্জাতিক মহল থেকে দেশটির ক্ষমতা দখলকারী জান্তা বাহিনীর উপর চাপ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে জান্তাবাহিনীর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু রাশিয়া জান্তাবাহিনীর প্রতি সহযোগিতার প্রস্তাব দিয়ে বলেছে, তারা দুই দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার রাতভর এবং শুক্রবার মানডালাই ও সাগাইং অঞ্চলসহ কারেন এবং চীন রাজ্যে বিক্ষোভ-সংঘর্ষ হয়েছে।

দক্ষিণের শহর মাইকে তে বিক্ষোভকারীরা কালো পতাকা দেখালে নিরাপত্তাবাহিনী তাদের উপর গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘সেখানে দুইজন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

‘‘নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য থাকায় আমরা তৃতীয় আরেকটি মৃতদেহ নিয়ে আসতে পারিনি। আরো অনেকে আহত হয়েছেন।”

আরেক প্রত্যক্ষদর্শী আরো একটি মৃতদেহ (চতুর্থ) দেখেছেন বলে জানান। মিয়ানমার নাউ নিউজ জানায়, এদিন মাইকে শহরে চার বিক্ষোভকারী নিহত হয়েছেন।

মিয়ানমারে সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার রাত পর্যন্ত অন্তত ৩২০ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ‍অন্তত ২৫ শতাংশ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। যার অর্থ, ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যেই বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে।