ক্যাটাগরি

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

শুক্রবার সকালে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে
১০ টাকার স্মারক ডাকটিকেটি এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেন। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. আশরাফ সিদ্দিকী বিটু সাংবাদিকদের
এই তথ্য জানান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন, বাংলাদেশ ডাক অধিদপ্তরের
মহাপরিচালক মো. সিরাজ উদ্দীন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ
চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এই সময় উপস্থিত ছিলেন।

ডাকটিকেট ও উদ্বোধনী খাম আজ থেকে ঢাকা জিপিওর সংগ্রহশালায় এবং পরে
দেশের অন্যান্য জিপিওতে পাওয়া যাবে।