ক্যাটাগরি

ইয়াংগনে সু চির দলের সদরদপ্তরে ককটেল হামলা

শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ওই হামলার পরপরই এনএলডির কার্যালয়ে আগুন ধরে যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

“কাছাকাছি থাকা এলাকার বাসিন্দারা আগুন নেভাতে দমকল বিভাগকে খবর দেয়। আনুমানিক ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মনে হচ্ছে কেউ মলোটোভ ককটেলে আগুন ধরিয়ে তা সদরদপ্তরের দিকে ছুড়ে দিয়েছিল,” একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন এনএলডির ওই সদরদপ্তরের দায়িত্বে থাকা সোয়ে উইন।

দেশটিতে সশস্ত্র বাহিনী দিবসের প্রাক্কালে সু চির দলের সদরদপ্তরে হামলার ঘটনা নিয়ে অনেক জল্পনা-কল্পনাও চলছে। এবারের সশস্ত্র বাহিনী দিবসে মিয়ানমারের সেনাবাহিনী বড় ধরনের শক্তির প্রদর্শনী করবে বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশে ফেব্রুয়ারির অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান আন্দোলনে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণকারী গোষ্ঠী অ্যাস্টিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি)।